ব্রাক্ষণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার বড়িকান্দি গ্রামে বাড়ির আঙিনায় ছিঁড়ে পড়ে থাকা তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন— ওই গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে গোলাম মোস্তফা (৭০) ও তার ভাতিজা মৃত সাইজ উদ্দিনের ছেলে জসু মিয়া (৬৫)। দুজনই কৃষিকাজ করতেন।
স্থানীয়রা জানান, ওই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা গোলাম মোস্তফার বাড়িতে ভোর পাঁচটায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ ঘটে আগুন ধরে বাড়ির সার্ভিস তার ছিঁড়ে উঠানে পড়ে যায়। এ সময় দ্রুত ঘর থেকে বের হওয়ার সময় উঠানের উপর পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে পড়ে যান মোস্তাফা। বাড়ির আশপাশের লোকজন চিৎকার করলে ভাতিজা জসু মিয়া তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনাস্থলে অবস্থানকারী নবীনগর থানার এসআই মামুনুর রশীদ জানান, বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতাল রিপোর্ট তৈরি করেছে।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এমজেএফ