বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে সিআইডি কর্মকর্তা পরিচয় দানকারী রিন্টু মিত্র (৪৫) নামে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১টার সময় বেনাপোল ইমিগ্রেশনের মধ্যে থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত ভুয়া সিআইডি কর্মকর্তা হলেন, সাতক্ষীরা জেলার মৃত দেবপ্রসাদ মিত্রের ছেলে।
পুলিশ জানায়, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে বেশ কয়েকদিন ধরে এই ভুয়া সিআইডি কর্মকর্তা পাসপোর্ট যাত্রীদের হয়রানি করে আসছেন। এসময় তার চলাফেরায় সন্দেহ হলে বুধবার (২০ জানুয়ারি) তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তিনি পরিচয় দেন তার নাম মনির হোসেন। তিনি সিআইডির একজন কর্মকর্তা। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার আইডি কার্ড যাচাই করে দেখা যায়, তিনি সিআইডি কর্মকর্তা না। তিনি একজন প্রতারক। এসময় ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ পাসপোর্ট যাত্রীদের হয়রানির অভিযোগে তাকে আটক করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, আটককৃত ভুয়া সিআইডি কর্মকর্তাকে প্রতারণার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এমকেআর