ঢাকা: রাজধানীর গেণ্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় খালিদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত খালিদ পরিবারের সঙ্গে ডেমরা এলাকায় থাকতেন ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) টেলিফোন বিভাগে চাকরি করতেন।
বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পথচারীরা খালিদকে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন খালিদ। এ সময় দয়াগঞ্জ মোড়ে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে খালিদ ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এসআই আরও জানান, এ ঘটনার পরপরই সিটি কর্পোরেশনের গাড়িচালককে আটক করা হয়েছে। তবে, নিহত ব্যক্তি বাংলাদেশ সংবাদ সংস্থার টেলিফোন বিভাগে চাকরি করতেন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এজেডএস/এএটি