ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ফাইল ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে তাছলিমা বেগম (৩৫) নামে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার মধুয়ারচর এলাকার রেল লাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাছলিমা ওই উপজেলার নাসিরাকান্দি গ্রামের সবুজ মিয়ার স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে মধুয়ারচর এলাকায় ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনের সামনে ঝাঁপ দেন তাছলিমা। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরের দিকে ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।  

বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহম্মদ বিশ্বাস বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।