ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে ৩ ফার্মেসিকে ৪ লাখ টাকা জরিমানা

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
সাভারে ৩ ফার্মেসিকে ৪ লাখ টাকা জরিমানা ছবি” বাংলানিউজ

সাভার (ঢাকা): বিক্রি নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ওষুধ বিক্রির দায়ে সাভারে তিন ফার্মেসিকে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার ব্যাংক টাউন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

 

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যাংক টাউন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে মেসার্স খান ফার্মেসিকে ৩ লাখ, সেবা ফার্মেসিকে ৭৫ হাজার ও নাফিসা ফার্মেসিকে ৫০ হাজারসহ মোট ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।