গাইবান্ধা: মূল্য তালিকা, মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকাসহ বিভিন্ন অপরাধে গাইবান্ধা শহরের পুরাতন বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম এ জরিমানা করেন।
আব্দুস সালাম বাংলানিউজকে জানান, ভোজ্যতেলের বোতলে মূল্য ঘষামাজা করার দায়ে আশরাফুল স্টোরকে ২০ হাজার; দই উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে গাইবান্ধা রসমালাইকে ১৫ হাজার এবং মূল্য তালিকা না রাখায় চাঁদনী হোটেলকে ৪ হাজারসহ মোট ৩৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন গাইবান্ধা জেলা বাজার কর্মকর্তা মো. শাহ মোয়াজ্জেম হোসেন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এসআরএস