ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃষিবিদদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
কৃষিবিদদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার দাবি সংবাদ সম্মেলন, ছবি: শাকিল

ঢাকা: কৃষিবিদদের করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।  

শুক্রবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

 

লিখিত বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি কৃষিবিদ মো. হামিদুর রহমান বলেন, করোনাকালে খাদ্যপণ্য নিশ্চিত করতে কৃষিবিদরা কাজ করছে। মহামারির সময় কর্মধারায় যুক্ত থেকে খাদ্যপণ্য উৎপাদন করায় কৃষিবিদরা করোনা যোদ্ধা।

তিনি বলেন, সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন কৃষিখাতকে। খাদ্যপণ্য উৎপাদন ও স্বাভাবিক রাখতে এ গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এ পর্যন্ত ৮০০ কৃষিবিদ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৫০ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।  
কৃষিবিদ মো. হামিদুর রহমান বলেন, সরকার বিভিন্ন পেশাজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দিচ্ছে। কৃষিবিদরাও করোনা যোদ্ধা। তাই অগ্রাধিকার ভিত্তিতে কৃষিবিদদের করোনা ভ্যাকসিন দেওয়া হোক। আমরা আশা করি, সরকার অগ্রাধিকার ভিত্তিতে কৃষিবিদদেরও করোনা ভ্যাকসিন দেবে।  

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি কৃষিবিদ বদিউজ্জামানসহ কৃষিবিদ নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
টিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।