মানিকগঞ্জ: কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে প্রায় সাড়ে নয় ঘণ্টা বন্ধ রাখার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েকশ’ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান।
তিনি বাংলানিউজকে বলেন, শুক্রবার মধ্যরাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় পদ্মা নদীর মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে ওঠে। ফলে মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয় চারটি ফেরি। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশা কমলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়। পরে মাঝ নদীতে নোঙর করা চারটি ফেরি তীরে এসে পৌঁছায়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় কয়েকশ’ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এখন সিরিয়ল অনুযায়ী গাড়িগুলোকে নৌপথ পার করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এসআই