ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিতপুর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
নিতপুর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে মোরাশফ হোসেন (৩৫) নামে এক যুবকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২২ জানুয়ারি) ভোরে নিতপুর সীমান্তের ভারতীয় কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

 

নওগাঁ-১৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে চোরাই পথে নিতপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান মোশাররফ। এসময় কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যা তাকে আটক করে। বর্তমানে মোশাররফ কেদারাপাড়া ক্যাম্পে রয়েছেন।

সিও আরও জানান, বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।