সিলেট: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটে হয়ে গেলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-‘র্যাব’ ফোর্সেস হাফ ম্যারাথন-২০২১। প্রায় ১ হাজার ৫০ জন দৌড়বিদ এতে অংশ নেন।
মাদক এবং সন্ত্রাসকে না বলুন-এই প্রতিপাদ্যে শুক্রবার (২২ জানুয়ারি) সকালে নগরের ক্বিন ব্রিজ এলাকা থেকে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। র্যাব-৯ ও সিলেট রানার্স কমিউনিটি এ আয়োজন করে। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লাক্কাতুরায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল দৌড়বিদকে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী শপথ পাঠ করান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।
হাফ ম্যারাথনে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা খেলাধুলা ও শরীর চর্চায় উদ্বুদ্ধ হয়ে শরীর ও মনকে সুস্থ রেখে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন।
হাফ ম্যারাথনে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, এসএমপি কমিশনার নিশারুল আরিফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুছা শরিফুল ইসলামসহ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এনইউ/এনটি