ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চা শ্রমিকদের শীতবস্ত্র দিলো শাবিপ্রবির স্বপ্নোত্থান

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
চা শ্রমিকদের শীতবস্ত্র দিলো শাবিপ্রবির স্বপ্নোত্থান

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ এর উদ্যোগে চা শ্রমিকদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান ২০২০’ কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।

শুক্রবার (২২ জানুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়ায়,  দিলদারপুর টি এস্টেটে ১০০টি পরিবারের মাঝে নতুন কম্বল এবং প্রায় ৬০০ জন চা শ্রমিকের মাঝে সংগ্রহকৃত শীতবস্ত্র বিতরণ করে স্বপ্নোত্থান।

শীতবস্ত্র বিতরণকালে স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক বিবেক রায় বলেন, স্বপ্নোত্থান তার জন্মলগ্ন থেকে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে প্রতিবছরের মতো আমরা এ বছরও শীতবস্ত্র বিতরণ করছি।

স্বপ্নোত্থানের সভাপতি মো. মোছাদ্দেক হাসান বলেন, করোনা পরিস্থিতিতে সিলেটে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরেও সবার সহযোগিতায় আমরা এবারের শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ সম্পন্ন করতে পেরেছি। বিভিন্ন স্থানে আমাদের স্বেচ্ছাসেবীরা পৌঁছাতে না পারলেও, অনেকে নিজ উদ্যোগে ভার্সিটি গেটে রাখা আমাদের উষ্ণতার বাক্সে কাপড়গুলো পৌঁছে দিয়েছেন। স্বপ্নোত্থানের এই আয়োজনে পাশে থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।