নওগাঁ: গৃহ ও ভূমিহীনদের জন্য ঘর বিশ্বে মধ্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। এর ফলে প্রথম পর্যায়ে সারাদেশের প্রায় ৭০ হাজার আশ্রয়হীন মানুষ ঠিকানা খুঁজে পাবেন।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চৌড়া কশবা এলাকায় তৈরি বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে সারাদেশে ৮ লাখ পরিবার এমন ঘর পাবে। পরিদর্শনে গিয়ে মন্ত্রী নতুন করে তৈরি করা বাড়িগুলো ঘুরে দেখেন। বাড়িগুলো দেখে সন্তষ্টি প্রকাশ করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরা, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে নওগাঁর ১১টি উপজেলার ১ হাজার ৫৬টি নতুন পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। যা আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
আরএ