ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের রায়মঙ্গল নদীতে একবারেই ধরা পড়লো ১ টন মাছ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
সুন্দরবনের রায়মঙ্গল নদীতে একবারেই ধরা পড়লো ১ টন মাছ!

সাতক্ষীরা: সুন্দরবনের রায়মঙ্গল নদীতে রফিকুল ইসলাম নামে এক জেলের জালে একবারেই ধরা পড়েছে এক হাজার ৫১ কেজি ভোলা মাছ।

জেলে রফিকুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালি গ্রামের বাসিন্দা।

 

রফিকুল ইসলাম জানান, সুন্দরবন সংলগ্ন রায়মঙ্গল নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তিনি। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে নদীতে জোয়ার আসে। ওই জোয়ারে তার জালে এক ঝাঁক লাউভোলা মাছ ধরা পড়ে। যা সংখ্যায় ১২৬টি। প্রত্যেকটি মাছের ওজন ৭ থেকে ২০ কেজি পর্যন্ত। মাছগুলো তিনি শুক্রবার (২২ জানুয়ারি) ৫৯০ টাকা কেজি দরে মোট ৫ লাখ ৯০ হাজার টাকা বিক্রি করেছেন।

মাছ বিক্রি করে একসঙ্গে মোটা অংকের টাকা পেয়ে জেলে রফিকুল ইসলামের পরিবারে বইছে আনন্দের জোয়ার।

একই এলাকার মাছ ব্যবসায়ী নূর হোসেন গাজী মাছগুলো কিনে শ্যামনগরের বংশীপুরের সোনার মোড়ের মদিনা ফিসের স্বত্বাধিকারী হারুনুর রশিদের মৎস্য সেটে ৬ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেন।

ব্যবসায়ী হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, সামুদ্রিক মাছ হিসেবে ভোলামাছ খেতে বেশ সুস্বাদু। স্বাদের পাশাপাশি এই মাছের চাহিদা ও দাম চড়া হওয়ার মূল কারণ হলো এ মাছের ফুলকা ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। গ্রেড অনুযায়ী প্রতি কেজি ফুলকার মূল্য ২৫-৩০ হাজার টাকা। ভোলা মাছের ফুলকা দিয়ে প্রসাধনী ও মূল্যবান ওষুধ তৈরি হয়।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।