ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনী গার্লস ক্যাডেট কলেজে রোলার স্কেটিং নিয়ে ওয়ার্কশপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
ফেনী গার্লস ক্যাডেট কলেজে রোলার স্কেটিং নিয়ে ওয়ার্কশপ ...

ফেনী: শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়াতে ফেনী গার্লস ক্যাডেট কলেজে রোলার স্কেটিং ওয়ার্কশপ শুরু হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) ওয়ার্কশপ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপটেন মুনিম খান মজলিস।

অনুষ্ঠানে সার্চ স্কেটিং ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ প্রদর্শনী ও ওয়ার্কশপ কার্যক্রম পরিচালিত হয়।

ফেনী গার্লস ক্যাডেট কলেজে বিভিন্ন ক্লাবের সঙ্গে আরেকটি নতুন ক্লাবের সংযোজন হলো সেটি হলো এফজিসি রোলার স্কেটিং ক্লাব। এই ক্লাবে ক্যাডেটদের পাশাপাশি কলেজ চিলড্রেন ক্লাবের শিশুরাও অন্তর্ভুক্ত রয়েছে।

রোলার স্কেটিং এর মাধ্যমে স্কেটিং, রোল বল, রোল হকি, রোল জামস্ আরও বিভিন্ন ধরনের খেলাধুলা করা যায়। রোলার স্কেটিং করা এক ধরনের শরীর চর্চাও বটে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।