বরিশাল: মাঘের শুরু থেকে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। সকালে বরিশালে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল সড়ক।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক ঘুরে দেখা গেছে, কুয়াশার চাদরে মোড়া মহাসড়ক কিছুদূর গিয়ে যেন হারিয়ে যাচ্ছে। খুব ধীরে চলছে যানবাহন। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু থেকে কীর্তনখোলা নদীর দিকে তাকালে কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না।
বরিশাল থেকে কুয়াকাটাগামী গাাড়র চালক জামাল জানান, কুয়াশার কারণে সকালের দিকে গাড়ি চালাতে খুব সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। খুব বেশি দূর দেখা যাচ্ছে না। তবে সূর্যের দেখা মিললে কুয়াশা কমতে শুরু করে।
পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যাওয়া লোকাল পরিবহনের যাত্রী জসিম জানান, কুয়াশা আর ঠাণ্ডা বাতাসের কারণে সকালে শীতের তীব্রতাও বেশি মনে হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এমএস/এফএম