ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে আগুনে পুড়লো ৬টি ঘর, দগ্ধ গৃহবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
আদিতমারীতে আগুনে পুড়লো ৬টি ঘর, দগ্ধ গৃহবধূ আদিতমারীতে আগুনে পুড়লো ৬টি ঘর। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে কৃষকের ছয়টি ঘর। আসবাবপত্র সড়াতে গিয়ে আরফিনা বেগম (২৮) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের কৃষক আমিনুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ গৃহবধূ আরফিনা তার পুত্রবধূ।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ কৃষক আমিনুরের বাড়ির একটি ঘরে আগুন লাগে। মুহূর্তে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ৪০ মিনিটের অধিক সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন।

আগুন থেকে ঘরে আসবাবপত্র সড়াতে গিয়ে গৃহবধূ আরফিনার বাম হাত পুড়ে যায়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ অগ্নিকাণ্ডে আমিনুরের ছয়টি ঘর, একটি গরু, পাঁচটি ছাগল, ধান, চালসহ নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবার। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।

আদিতমারী ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিলদার আব্দুর রহমান বাংলানিউজকে বলেন, ঘন কুয়াশার কারণে সময়মত ঘটনাস্থলে গাড়ি পৌঁছাতে পারেনি। এরই মধ্যে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছেন বলে মোবাইলে নিশ্চিত করায় ঘটনাস্থলে যাওয়া হয়নি।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডে কৃষকের গরু-ছাগলসহ সবকিছু পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে দ্রুত টিন ও শীতবস্ত্রসহ আনুসঙ্গিক সহায়তা দেয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।