ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিনিশিল্প রক্ষায় ২৭ ফেব্রুয়ারি শহীদ মিনারে অবস্থান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
চিনিশিল্প রক্ষায় ২৭ ফেব্রুয়ারি শহীদ মিনারে অবস্থান

নাটোর: ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, সুগার করপোরেশন এবং বিজেএমসির কর্মকর্তাদের দুর্নীতি ও কারখানার আধুনিকায়ন না হওয়ার কারণে আজ চিনিশিল্প ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সুগার করপোরেশন এবং বিজেএমসির কর্মকর্তাদের দুর্নীতির পাশাপাশি এক শ্রেণির চিনি ব্যবসায়ীদের কারণে আজ দেশের ১৪টি চিনিকল লোকসানের মুখে পড়েছে।

অথচ চিনিকলগুলোকে আধুনিকায়ন, নতুন প্রযুক্তি সংযুক্ত করা হয়নি। চীন, জাপান থাইল্যান্ড চিনিকলগুলোকে আধুনিকায়নের প্রস্তাব দিলেও তা মানা হয়নি।  

এমপি বাদশা অভিযোগ করে বলেন, এক শ্রেণীর ব্যবসায়ী ও কর্মকর্তারা চিনিকল এবং পাটকলের সম্পদ আত্মসাতের জন্য ষড়যন্ত্র করে শিল্পকারখানাগুলোকে ধ্বংস করে দিচ্ছে।  

তিনি বলেন, রাষ্ট্রায়াত্ব চিনিকল বন্ধ নয়, আধুনিকায়ণ ও বহুমুখীকরনের মাধ্যমে চিনিশিল্প রক্ষা ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। অন্যথায় আখ চাষি ও চিনিকল শ্রমিক কর্মচারীরা সংগ্রাম কমিটি করার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি ঘোষণা করবে।

শনিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় নবাব সিরাজদ্দৌলা সরকারি কলেজ মিলনায়তনে উত্তরাঞ্চল আখচাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

বাংলাদেশের চিনিশিল্প রক্ষার দাবিতে নাটোরে এই সমাবেশের আয়োজন করে ১৫টি চিনিকলের আখ চাষি ও শ্রমিক কর্মচারীরা। সমাবেশ থেকে চিনিকল রক্ষা ও চালুসহ ৯ দফা দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, নাটোর জেলা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।