ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
মাগুরায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরায় ১৪৩ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও হেয়ার এইড বিতরণ করা হয়েছে।  

শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জেলা শহরে শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার ও হেয়ার এইড  তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে প্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে এসব বিতরণ করা হয়।  

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে। মাগুরার জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহিদুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা তরিকুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।  

অনুষ্ঠানে ১৩৫ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও আটজন শ্রবণ প্রতিবন্ধীকে হেয়ার এইড দেওয়া হয়।

বাংলাদে সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।