বাগেরহাট: খুলনা-মোংলা নির্মাণাধীণ রেললাইনে কর্মরত অবস্থায় হাইড্রলিক ট্রলিচাপায় চালক আব্দুল্লাহ সরকার (২৪) নিহত হয়েছেন।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মোংলার দিগরাজ এলাকায় কাজ করা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ যশোরের বাঘার উপজেলার নারকেলবাড়ীয়া গ্রামের রাবান্নি সরকার ছেলে। তিনি খুলনা-মোংলা নির্মাণাধীন রেললাইনে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন-এর সাব এজেন্সির ট্রলির চালক হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আহমেদ বাংলানিউজকে বলেন, আব্দুল্লাহ পাথরভর্তি ট্রলি নিয়ে এসে ইঞ্জিনের সামনের দিক উঁচু করে আনলোড করছিলেন। তখন হাইড্রোলিকে সমস্যা হওয়ার কারণে ইঞ্জিন নিচে নামছিল না। এসময় আব্দুল্লাহ ট্রলির নিচে ঢুকে টান দিলে হঠাৎ করে ট্রলিটি নিচে পড়লে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত আব্দুল্লাহকে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় নিহত আব্দুল্লাহর মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। রেলওয়ে কৃর্তপক্ষ ও আব্দুল্লাহর পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এনটি