ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এ ওয়ান বিডি লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এ ওয়ান বিডি লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতনের দাবি

ঢাকা: বিদেশি মালিকানাধীন ‘এ ওয়ান বিডি লিমিটেডে’র এক হাজার ১০০ শ্রমিকের এক বছরের বকেয়া বেতন ভাতা দেওয়ার দাবিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

রোববার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় তারা।

তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- কারখানার মালিক বাংলাদেশ থেকে যেন পালিয়ে যেতে না পারে তার ব্যবস্থা করা; বেআইনিভাবে বন্ধ করা কারখানাটি খুলে দেওয়া; আইনানুগ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা; প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া; এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ভাতা দেওয়া।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা ইপিজেডে অবস্থিত বিদেশি মালিকানাধীন (ইতালি) এ ওয়ান বিডি লিমিটেড ২০২০ সালের ১৮ এপ্রিল প্রায় এক হাজার ১০০ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করে বন্ধ করে দেয়। যা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী অসদাচরণের শামিল

এ বিষয়ে সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), কলকারখানা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হলেও কাউকে কোন প্রকার পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাই এ ওয়ান বিডি লিমিটেড খুলে দেওয়া এবং এক বছরের বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ এ ওয়ান বিডি লিমিটেডে শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
পিএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।