ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় পার্টির নেতা লিটনের মুক্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
জাতীয় পার্টির নেতা লিটনের মুক্তি দাবি

ঢাকা: জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হাজী মো. লিটনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় যুব সংহতি।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের নেতারা তার মুক্তির দাবি জানান।

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গোলাম মোহম্মদ রাজু বলেন, জাতীয় পার্টির সফল নেতা লিটন। প্রতিপক্ষরা তাকে ঘায়েল করতে এই মিথ্যা মামলা। যাতে করে রাজনৈতিক সুনাম নষ্ট হয়। যে মামলার কোনো ভিত্তি নেই, এখন সেই মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে লিটনকে। আমরা অনতিবিলম্বে লিটনের মুক্তি চাই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

দক্ষিণ জাতীয় যুব সংহতির সভাপতি দীন ইসলাম সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন, দক্ষিণ জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহাবুব রহমান খসরু, কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান, বিপ্লব হোসেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, জাতীয় যুব সংহতির সাবেক দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম রঞ্জন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
পিএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।