ঢাকা: আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট শাহেদ আলী ইরশাদ।
দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজে ২০২০ সালের ৩০ জুলাই প্রকাশিত ‘গরুর হাটেও হচ্ছে ডিজিটাল লেনদেন’ প্রতিবেদনের জন্য শাহেদকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় অনলাইন, প্রিন্ট এবং টেলিভিশন সাংবাদিকদের অসামান্য প্রচেষ্টা ও সাহসের স্বীকৃতি, সম্মানের উদ্যোগ হিসেবে ৩০ জন সাংবাদিক এবং ফটো সাংবাদিককে এই পুরস্কারে ভূষিত করেছে অ্যামচেম।
রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের উপস্থিতিতে এই পুরস্কার ঘোষণা করা হয়।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার এবং অ্যামচেমের প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালসহ সংশ্লিষ্ট পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এসই/এএ