ঢাকা: গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
রোববার (২৪ জানুয়ারি) কোস্টগার্ড সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম ফারজানা কবির বলেন, ‘দেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও মহামারিসহ যে কোনো দূর্যোগে বাংলাদেশ কোস্টগার্ড ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে সাহায্য ও কল্যাণার্থে নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। ’
এদিকে, ২০২০ সালে ২৮ নভেম্বর মুজিববর্ষ উদযাপন এবং ২১ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শিশু কিশোরদের রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি, গল্প বলা এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিযোগীদের এ অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় সর্বমোট ৪২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ এবং বিসিজি লেডিস ক্লাবের কেন্দ্রীয় ও ঢাকা জোনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এমএমআই/এমএইচএম