ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ: রাত থেকে কয়েক দফায় বন্ধ হওয়ার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  

সোমবার (২৫ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাত পৌনে ১১টার দিকে প্রথম ফেরি চলাচল বন্ধ হয় এবং ঘন্টা খানেক বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এভাবে রাতে দুই থেকে তিন বার ফেরি চলাচল বন্ধ ও শুরু হয়।  

সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে নদীতে এখনো কুয়াশা আছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭১৭ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।