ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘করোনার সময়কার ব্যর্থতা সরকারের সব ব্যর্থতা ছাড়িয়ে গেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
‘করোনার সময়কার ব্যর্থতা সরকারের সব ব্যর্থতা ছাড়িয়ে গেছে’

ঢাকা: সরকারের সব ব্যর্থতাকে করোনা পরিস্থিতির সময়কার ব্যর্থতা ছাড়িয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেন, সরকারের সব ব্যর্থতা ছাপিয়ে গেছে করোনা সময়ের পরিস্থিতি মোকাবিলার ব্যর্থতা।

করোনার শুরুতেই মাস্ক, পিপিই নিয়ে দুর্নীতি হয়েছে। টাকা দিয়ে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাংলাদেশে পাওয়া গেছে। এখন শুরু হয়েছে করোনার টিকা নিয়ে ব্যবসা।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এসময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া অধিবেশনে সভাপতিত্ব করেন।

রুমিন ফারহানা বলেন, মুক্তিযুদ্ধকে ক্রমাগত রাজনৈতিকভাবে ব্যবহারের ফল হলো এখন ভাস্কর্য ভাঙা। ইয়াহিয়ার মতো একজন ঘৃণ্য ব্যক্তির অধীনেও ৭০ সালে একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। মহাজোটের প্রদীপের নিচে অন্ধকার নিয়ে আমার বক্তব্য। নির্বাচন মানেই নৌকার জেতার নির্বাচন, এটা প্রমাণ করা হয়েছে।

‘নির্বাচন কমিশনের অবস্থা এমন পর্যায়ে গেছে যে ৪২ জন বিশিষ্ট নাগরিক যারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল তারা বর্তমান নির্বাচন কমিশনের অপসারণ চেয়েছেন। দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, পরিস্থিতি ভয়াবহ। ’

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।