সাভার (ঢাকা): সাভারের বিরুলিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা মিক্সার কারখানাগুলো পরিদর্শন করেছেন পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে বিরুলিয়ার খেয়াঘাট এলাকায় অবস্থিত দু'টি মিক্সার কারখানা পরিদর্শন করেন তারা।
পরিবেশ অধিদফতরের ঢাকা জেলার সহকারী পরিচালক মোসাব্বের হোসেন রাজীব বাংলানিউজকে বলেন, ঘটনাটি জানতে পেরে আমরা আজ পরিদর্শনে এসেছি। এখানে পানি, ধুলাবালুসহ আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতি করছে। কারখানাগুলো পরিবেশের ভাসাম্য নষ্ট করছে। আমরা আজ আপাতত কারখানাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছি। আগামীতে অভিযান পরিচালনা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদফতরের পরিদর্শক জেসমিন আক্তার, পরিদর্শক ফাতেমাতুজ জহুরাসহ আরও কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
আরএ