গাজীপুর: টঙ্গীর বড়দেওরা এলাকায় অবৈধ পলিথিন তৈরির কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার বাংলানিউজকে জানান, গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে টঙ্গীর বড়দেওরা এলাকায় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ নামে অবৈধ পলিথিন তৈরির কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ওই কারখানা থেকে দেড়টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও গাজীপুর আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
আরএস/ওএইচ/