নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় এলাকায় অবস্থিত এইচআরবি নামে দু’টি ইটভাটায় অভিযান চালিয়ে চুল্লি ও ইট তৈরির কাঁচামাল ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ইটভাটা দু’টির মালিক ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী সচিব মো. আবু হাসানসহ নারায়ণগঞ্জ র্যাব-১১ এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন যাবত ইটভাটা দু’টি কৃষিজমির মাটি কেটে ইট তৈরি করে আসছে। এধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
ওএইচ/