ফেনী: আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনে ৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টিকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে এ ৮টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কেন্দ্রগুলোতে থাকবে অতিরিক্ত নিরাপত্তা ও নজরদারি।
কেন্দ্রগুলো হলো- ১৩ নম্বর ওয়ার্ডের মহিপাল সরকারী কলেজ, ১৪ নম্বর ওয়ার্ডের মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৬ নম্বর ওয়ার্ডের রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৭ নম্বর ওয়ার্ডেও রামপুর হাজী শামছুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৮ নম্বর ওয়ার্ডের রামপুর নুরীয়া হাফেজিয়া দ্বীনিয়া মাদ্রাসা, চাইল্ড হ্যাভেন প্রি ক্যাডেট কিন্ডারগার্টেন।
নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, ভোট গ্রহণে প্রয়োজনীয় সরঞ্জামাদি যথা সময়ে সব কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ফেনী পৌরসভায় ৪৭ হাজার ৩০৭ জন পুরুষ ও ৪৪ হাজার ৩৫৫ জন মহিলা ভোটারসহ মোট ৯১ হাজার ৬৬২ জন ভোটার রয়েছে। ৪৫টি ভোট কেন্দ্রে মোট ভোট কক্ষ থাকবে ২৪১টি, অস্থায়ী ভোট কক্ষ থাকবে ১১ টি।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটওয়ারী।
তিনি বলেন, ১৮টি সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ৬টি মহিলা কাউন্সিলর পদের মধ্যে ৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ১৫ জন কাউন্সিলরের জয় নিশ্চিত হয়ে গেছে। তাদের বেসরকারিভাবে বিজয়ীও ঘোষণা করা হয়েছে। মেয়রসহ বাকি আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসএইচডি/এইচএডি/