ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
আদিতমারীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামে  বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ফরজেনা খাতুন (১৬) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনের হস্তক্ষেপে এ বিয়ে বন্ধ করা হয়।

স্থানীয়রা জানান, গ্রামটির ফজলুল হকের নবম শ্রেণি পড়ুয়া মেয়ে ফরজেনার বাল্যবিয়ের আয়োজন করে পরিবার। এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে পুলিশ নিয়ে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলী পরিবার বাল্যবিয়ের কনে ফরজেনাকে সরিয়ে তার আত্মীয় এক গৃহবধূকে নববধূ হিসেবে উপস্থাপন করেন। কিন্তু ভ্রাম্যমাণ আদালত তদন্ত করে প্রকৃত কনে ফরজেনাকে শনাক্ত করে কনের মা আফরোজাকে আটক করেন।  

মেয়ের বাল্যবিয়ের কথা স্বীকার করলে কনের মা আফরোজাকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মেয়ের মা আফরোজা মুচলেকা দেন।  

ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।