ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নির্মাণাধীন পদ্মাসেতুর নামকরণের দাবি জানিয়েছেন বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শামীম হায়দার পাটোয়ারি এ দাবি জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে পদ্মাসেতু নির্মাণ করে যাচ্ছেন উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারি বলেন, পদ্মাসেতুর নির্মাণকাজ এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে পদ্মাসেতু নির্মাণ করে যাচ্ছেন। এই সেতুর নাম শেখ হাসিনা সেতু হওয়া উচিত বলে আমি মনে করি।
সরকার বিভিন্ন খাতে উন্নয়ন করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে উন্নয়নের গতি অব্যাহত আছে। সরকার বিভিন্ন খাতে উন্নয়ন করে যাচ্ছে।
এ সময় তিনি সংসদ সদস্যদের আরও ক্ষমতায়নের আহ্বান জানিয়ে বলেন, এখানে সরকারিদলের সদস্যরা থাকবেন, বিরোধীদলের সদস্যরা থাকবেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সংসদ সদস্যদের আরো ক্ষমতায়ন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসকে/এএ