ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমোহনে পৌর স্টোর রুম থেকে ২০ বস্তা চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
লালমোহনে পৌর স্টোর রুম থেকে ২০ বস্তা চাল জব্দ

ভোলা: ভোলার লালমোহনে জেলে পুনর্বাসনের ২০ বস্তা চাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে পৌরসভার স্টোর রুম থেকে এ চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান।

জব্দকৃত ২০ বস্তায় ৬০০ কেজি চাল ছিলো। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার স্টোর রুম থেকে মজুদ করা ২০ বস্তা চাল জব্দ করা হয়। জব্দকৃত ওই চাল জেলে পুনর্বাসনের বলে নিশ্চিত হওয়া গেছে।  

তিনি বলেন, যদিও পৌর কর্তৃপক্ষ দায় স্বীকার করে আমাদের বলছে এসব চাল ২০ জন জেলের, তারা নির্ধারিত সময়ে চাল নিতে আসেনি, তাই বিতরণ সম্ভব হয়নি।  

ইউএনও আরো বলেন, চাল বিতরণ না হলে তা ফেরত দেওয়ার নিয়ম থাকলেও তারা ফেরত না দিয়ে অবৈধভাবে চালগুলো মজুদ করে রেখেছে। এটা অপরাধ। তাই ওই চাল জব্দ করা হয়েছে এবং একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী ৩ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।  

এদিকে পৌর স্টোর রুম থেকে জেলে পুনর্বাসনের জাল জব্দ হওয়ার ঘটনায় পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।