ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ১৪২ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
বরিশালে ১৪২ মণ জাটকা জব্দ জব্দ হওয়া জাটকা।

বরিশাল: বরিশালে ৫ হাজার ৬৮০ কেজি (১৪২ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান বরিশালের সদস্যরা।


সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড জানায়, বরিশালের বন্দর থানাধীন লাহারহাট সংলগ্ন নদীতে একটি ইঞ্জিনচালিত ফাইটার বোটে তল্লাশি করে ৮৮০ কেজি জাটকা জব্দ করা হয়।  

এছাড়া বরিশাল নদী বন্দর সংলগ্ন কীর্তনখোলা নদীতে একটি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৮শ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ইঞ্জিন চালিত স্টিল বডি ট্রলারটিও জব্দ করা হয়।  

পরবর্তীতে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ও মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মধ্যে জাটকাগুলো বিতরণ করা হয়। পাশাপাশি ইঞ্জিনচালিত স্টিল বডিটি মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।