ঢাকা: রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিট মানব সেবার ব্রত নিয়ে মানবতার প্রয়োজনে ও মানবতার তরে অসহায় শীতার্ত মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের আয়োজনে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ডিএসসিসি মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান তাপস বলেন, মানবতাবাদী ও মানবদরদি মানুষের সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম পরিচালনা করে থাকে। দুর্গত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সঙ্কট ও জাতীয় দুর্যোগে সব সময় দুর্গত মানুষের পাশে থেকেছে। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিট শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সেজন্য সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাই।
তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি আমাদের যে লক্ষ্য দিয়েছেন, সে লক্ষ্য বাস্তবায়নে আমরা সব সময় তৃণমূলের মানুষের পাশে আছি। শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণই তার প্রমাণ। আওয়ামী লীগ গণমানুষের দল। তাই গণমানুষের প্রয়োজনে আওয়ামী লীগ সব সময় সাড়া দিয়েছে, দিয়ে চলেছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের পক্ষ থেকে এক হাজার ও ডিএসসিসির পক্ষ থেকে ৩০০ কম্বল মোট এক হাজার ৩০০ শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরিফ খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম মাহবুবসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
আরকেআর/আরবি