ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে সাড়ে ৬২ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
চাঁদপুরে সাড়ে ৬২ মণ জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুর সদর উজেলার হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান চালিয়ে আনুমানিক ৬২.৫ মণ (২৫০০ কেজি) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বাংলানিউজকে এ তথ্য জানান।

লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বাংলানিউজকে বলেন, জাটকা নিধন রোধে বাংলাদেশ কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে চাঁদপুর  হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান চালিয়ে আনুমানিক ২৫০০ কেজি জাটকা জব্দ করা হয়।

পরবর্তীকালে ওই জাটকাগুলো চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এম ফারুক আহমেদের উপস্থিতিতে স্থানীয় ২৭টি এতিমখানা ও স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।