ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাস্তার কার্পেটিং তুলে জায়গা দখল নেওয়া ঠেকালেন মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
রাস্তার কার্পেটিং তুলে জায়গা দখল নেওয়া ঠেকালেন মেয়র লিটন

রাজশাহী: রাজশাহী মহানগরের ৮ নম্বর ওয়ার্ডের কাজিহাটা এলাকার একটি রাস্তা কেটে কার্পেটিং তুলে দখলে নেন ১১তলা বিশিষ্ট শুভেচ্ছা ভিউ ভবনের মালিক আনিসুর রহমান খসরু। এ ঘটনায় রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান এলাকাবাসী।

খবর পেয়ে শুক্রবার (২৯ জানুয়ারি) পৌনে ২টার দিকে সেখানে ছুটে যান রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এসময় এলাকাবাসীর সমস্যার কথা শোনেন এবং এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে রাসিক মেয়র বলেন, ভবন মালিক এভাবে রাস্তার কার্পেটিং তুলে ফেলে জায়গা দখলে নিতে পারেন না। রাস্তাটি প্রশস্তই থাকবে। শিগগিরই ক্ষতিগ্রস্ত রাস্তাটির কার্পেটিং করা হবে।

মেয়রের ঘোষণা শুনে আনন্দিত ও উচ্ছ্বসিত হন এলাকাবাসী এবং মেয়র মহোদয়কে ধন্যবাদ জানান তারা।

এসময় মহানগরীর রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, কার্যনির্বাহী সদস্য জানে আলম খান জনি, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেলসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, ৮ নম্বর ওয়ার্ডের কাজিহাটা এলাকায় ১১তলা বিশিষ্ট শুভেচ্ছা ভিউ ভবনের পাশে প্রায় ১২ ফুট প্রশস্ত রাস্তা আছে। রাস্তা কাজিহাটা এলাকার প্রায় ৩শ পরিবারের মানুষ যাতায়াত করেন। সম্প্রতি রাস্তাটি কার্পেটিং করে রাজশাহী সিটি করপোরেশন।

রাস্তায় নিজের জায়গা রয়েছে দাবি করে আনিসুর রহমান খসরু তার লোকজন দিয়ে তিন ফুট প্রশস্ত রাস্তা কেটে কার্পেটিং তুলে ফেলেন। এতে ক্ষুব্ধ হন এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে মেয়রের হস্তক্ষেপে রাস্তার সমস্যা সমাধান হলো।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।