ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে আগুনে ৩ দোকান পুড়ে ছাই

ডিস্টিক্ট করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
নালিতাবাড়ীতে আগুনে ৩ দোকান পুড়ে ছাই বালুঘাটা বাজারের আগুন। ছবি: বাংলানিউজ

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা বাজারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দুপুরে বাজারে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে তুলার দোকানসহ বাজারের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগিতায় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগেই তিন দোকার পুড়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডেরর সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।