ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে ট্রাক্টর চাপায় কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
পলাশবাড়ীতে ট্রাক্টর চাপায় কিশোরের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর চাপায় মধু মিয়া (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের ফকিরহাট কওমী মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

মধু মিয়া একই ইউনিয়নের বরকতপুর গ্রামের দক্ষিণপাড়ার মকবুল মিয়ার ছেলে। সে ওই ট্রাক্টরের হেলপার হিসেবে কাজ করতো।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটভাটার মাটি ও ইট পরিবহনের জন্য গ্রামীণ প্রতিটি রাস্তায় বেপরোয়াভাবে দাপিয়ে বেড়ায় স্থানীয়ভাবে কাকড়া নামে ট্রাক্টরগুলো। ফলে রাস্তা-ঘাটের বেহাল দশা। স্থানীয় কৌশিক নামে এক ব্যক্তির মালিকানাধীন ট্রাক্টরটি ইটবহন করছিল। বিকেলে ফকিরহাট কওমী মাদ্রাসার সামনে এলে রাস্তা খারাপের কারণে ঝাকিতে ট্রাক্টর থেকে হেলপার মধু মিয়া পড়ে যায়। এ সময় ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাক্টরটি জব্দ করেছে।

হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।