ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল মালিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল মালিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের রাজাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালিদ হাসান মিলু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি খাবার হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

 

খালিদ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ী এলাকার আয়নাল হকের ছেলে।

জানা গেছে, রাজাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খালিদের একটি খাবার হোটেল রয়েছে। সকালে ওই হোটেলের সামনে খালিদসহ ৪-৫জন সাইনবোর্ড টানাচ্ছিলো। এক পর্যায়ে উপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে সাইনবোর্ডের সংস্পর্শ লেগে খালিদসহ ৪-৫জন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খালিদ হাসপাতাল নেওয়ার পথেই মারা যান।

কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মমিন মিয়া বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।