ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুষমা স্বরাজ ইনস্টিটিউট পরিদর্শনে পররাষ্ট্র সচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
সুষমা স্বরাজ ইনস্টিটিউট পরিদর্শনে পররাষ্ট্র সচিব

ঢাকা: দিল্লির সুষমা স্বরাজ ইনস্টিটিউট অব ফরেন সার্ভিস পরিদর্শন করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

শনিবার (৩০ জানুয়ারি) তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুষমা স্বরাজ ইনস্টিটিউট অব ফরেন সার্ভিস।

পরিদর্শনকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান।

সুষমা স্বরাজ ইনস্টিটিউট অব ফরেন সার্ভিস পরিদর্শনকালে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির ডিন রাষ্ট্রদূত জে এস মুকুল। সেখানে পররাষ্ট্র সচিব প্রতিষ্ঠানটির ভারত ও ভুটানের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন চারদিনের সফরে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিল্লি গেছেন। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর চূড়ান্ত করা এবারের দিল্লি সফরে প্রাধান্য পাচ্ছে। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রসচিব।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।