ইবি (কুষ্টিয়া) : অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫৬৮ শিক্ষার্থী আর্থিক সহায়তা হিসেবে পাচ্ছেন। প্রাপ্ত অর্থ দিয়ে শিক্ষার্থীরা স্মার্টফোন ক্রয় করবেন।
শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে ‘সফট লোন’ অনুমোদন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, বিভিন্ন বিভাগ থেকে অস্বচ্ছল শিক্ষার্থীদের সঠিক আবেদনের পরিপ্রেক্ষিতে ৫৬৮ জনকে আমরা অনুমোদন দিয়েছি। তাদের তালিকা অর্থ ও হিসাব শাখায় জমা দিয়েছি। তারা ব্যাংকে যখন অ্যাডভাইজ পাঠাবেন, তখন যদি কোনো শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকা পাঠাতে সমস্যা হয় তখন ‘হেল্ডআপ’ দেবে। কোনো শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকা না গেলে তারা স্ব স্ব বিভাগের সভাপতির সঙ্গে যোগাযোগ করবেন। তবে টাকা শিক্ষার্থীদের অ্যাকাউন্টে যেতে ২-৪ দিন সময় লাগতে পারে।
উল্লেখ্য, গত বছরের ০৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য ৩৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে সুদবিহীন ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসআরএস