ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে মাঝারি শৈত্যপ্রবাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
নীলফামারীতে মাঝারি শৈত্যপ্রবাহ ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীসহ আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। জেঁকে বসেছে শীত।

উত্তরের হিমেল বাতাসে মানুষের ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।  সব মিলিয়ে নাকাল উত্তরের জনজীবন।  

রোববার (৩১ জানুয়ারি) সকালে জেলার সৈয়দপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত শুক্রবার (২৯ জানুয়ারি) থেকে রোববার পর্যন্ত বেলা গড়িয়ে রোদের দেখা মিলছে। তবে হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে উত্তাপ ছড়াতে পারছে না সূর্য। যার কারণে দিনভরই শীতে জুবথুব থাকতে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানান, ৬ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায় এবং ৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

সৈয়দপুর-পার্বতীপুর সড়ক এলাকার বাসিন্দা লতিফ বাংলানিউজকে বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাণ্ডা বাতাসে কাবু করে দিচ্ছে। সারা রাত কনকনে ঠাণ্ডা। তবে দিনের বেলা হালকা রোদ উঠলেও ঠাণ্ডা যায় না। সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকা খুব কঠিন।

আবহাওয়া অফিস বলছে, সৈয়দপুরে তাপমাত্রা আরও কমতে পারে। এমন অবস্থা থাকবে আরও কয়েকদিন।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বাংলানিউজকে জানান, সৈয়দপুরে হঠাৎ করে তাপমাত্রা কমেছে। শনিবার যে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সেখানে রোববার ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও কমবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।