ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
যাত্রাবাড়ীতে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধের ঘটনায় কবির হোসেন (৪০) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় পাঁচজন মারা গেলেন।

বুধবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান তিনি।  

কবির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন মৃত কবিরের শরীর ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এ দুর্ঘটনায় মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে মারা যান রিপন মিয়া ও রাত সাড়ে ১০টার দিকে শফিকুল ইসলাম, পরদিন সকাল সাড়ে ৯টায় মারা যান আবুল কালাম। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাইডিপেন্ডেন্সি ইউনিটে (আইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ৩৪ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান বিশ্বনাথ (৬০)।  

ডা. আইউব হোসেন আরও জানান, শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী জনপথ এলাকা থেকে ৬ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। এদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর ভর্তি পাঁচজনই মারা গেলেন।  

মৃত কবির হোসেনের ভাতিজা আফজাল গাজি জানায়, মৃত কবির হোসেনের বাড়ি শরিয়তপুর জেলার সখিপুর উপজেলায়। বাবার নাম খলিল দেওয়ান। তিনি স্ত্রী জোসনা বেগম ও এক ছেলে দুই মেয়েকে নিয়ে রাজধানীর শ্যামপুর মীরহাজিরবাগ এলাকায় থাকতেন। পেশায় রং মিস্ত্রী ছিলেন কবির।

শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সায়দাবাদ জনপদ মোড়ে একটি দোতলা মার্কেটের নিচ তলাতে গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এত তারা দগ্ধ হন।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১ 
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।