পাবনা (ঈশ্বরদী): ঈশ্বরদী-ঢাকা রেলরুটের পাবনার বড়ালব্রিজ রেলস্টেশনে মালবাহী ফাঁকা (বিসি) ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের সমস্ত রেল-যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ঈশ্বরদী-ঢাকা রেলরুটের বড়ালব্রিজ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে পাথরবোঝায় মালবাহী ট্রেনটি ফাঁকা অবস্থায় ঈশ্বরদী অভিমুখে আসছিল। বড়ালব্রিজ স্টেশনের আগে আসা মাত্র একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে আমরা ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে বিকেল ৫টার দিকে রিলিফ ট্রেনের উদ্ধারকর্মী নিয়ে রেলওয়ে প্রকৌশলীরা রওনা হয়েছি। ঘটনাস্থল পৌঁছে রেললাইন সচল করতে কয়েক ঘণ্টা সময় লাগবে।
দুর্ঘটনায় মালবাহী ওই ট্রেনের ট্রেন পরিচালক আবুল কালাম রায়হান বাংলানিউজকে বলেন, বেলা পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমে পাথর নামানোর পর মালবাহী ট্রেনের ফাঁকা বগি নিয়ে ঈশ্বরদী অভিমুখে আসছিলাম। ঢাকা-ঈশ্বরদী রেলরুটের লাহিড়ী মোহনপুর থেকে লাইন ক্লিয়ার পেয়ে বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার পর ট্রেনটি হঠাৎ থেমে যায়। পরে গিয়ে দেখি, পিছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। পরে বিষয়টি পাকশী কন্ট্রোল অফিসে অবগত করি।
এদিকে দুর্ঘটনার কারণে দুর্ভোগে পড়েছে, আন্তনগর চারটি ট্রেনের ভ্রমণপ্রিয় ট্রেনযাত্রীরা। ট্রেনগুলো হলো-দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস,রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস,পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস, বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস।
দ্রুতযান এক্সপ্রেস পাবনার চাটমোহর স্টেশনে, পদ্মা এক্সপ্রেস নাটোরের আবদুলপুর স্টেশনে, পঞ্চগড় এক্সপ্রেস নাটোর স্টেশনে, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি মাঝগ্রাম স্টেশন থামিয়ে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এনটি