বরিশাল: বরিশাল নগরের রসুলপুর বস্তির একটি বাসায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম বিষয়টি জানিয়েছেন।
আটকরা হলেন- রসুলপুর বস্তির ২ নম্বর গুলির মো. ফারুক হাওলাদারের ছেলে মো. পলাশ হাওলাদার (৩৮) এবং নগরীর ৬ নম্বর ওয়ার্ড হকার্স মার্কেট এলাকার মন্টু হাওলাদারের ছেলে দিপু হাওলাদার (২০)।
ফজলুল করিম জানান, আটকরা রসুলপুর চরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী পুলিশের একটি দল ওই বস্তির ২ নম্বর গলির পলাশ হাওলাদারের ঘরে অভিযান চালায়। এ সময় ৩টি স্কুল ব্যাগের মধ্য থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পলাশ ও তার সহযোগী দিপুকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ২ জনসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে।
২৫ কেজি গাঁজা উদ্ধারের ঘটনা কোতয়ালী মডেল থানা পুলিশের এ যাবত কালের সর্বাধিক মাদক উদ্ধার অভিযান বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আজিমুল করিম।
তিনি জানান, গাঁজাসহ আটক দিপুর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এনএইচআর