ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসের অনুষ্ঠানে লাগবে করোনার নেগেটিভ সনদ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
বিজয় দিবসের অনুষ্ঠানে লাগবে করোনার নেগেটিভ সনদ 

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানস্থলে আসতে হলে লাগবে করোনার নেগেটিভ সনদ।  

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নিরাপত্তা প্রদান সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমাদের বিজয় দিবসের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে। সেজন্য সারা বাংলাদেশের মানুষের একটি আগ্রহ রয়েছে। তারা সবাই উন্মুখ রয়েছে, এ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে।  

তিনি বলেন, বাংলাদেশের যে যেখানে থাকে, তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ১৬ ডিসেম্বর থেকে আরম্ভ করে বাকি দিনগুলো, যাতে নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, সেজন্য এ সভা করা হয়েছে।  

তিনি বলেন, নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, যাতে সুন্দরভাবে হয়। আমাদের নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে অভিজ্ঞ। আমরা মনে করি, এই অভিজ্ঞতার আলোকে সবকিছুই  নিরাপদে করতে পারব। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।  

এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
জিসিজি/জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।