ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতির মৃত্যুতে তদন্তের নির্দেশ সংসদীয় কমিটির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
হাতির মৃত্যুতে তদন্তের নির্দেশ সংসদীয় কমিটির

ঢাকা: বিদ্যুতায়িত হয়ে হাতি মারা যাওয়ার বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আবু জাহির, এস এম জগলুল হায়দার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম ও নার্গিস রহমান অংশগ্রহণ করেন।

বৈঠকে ২০তম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি, সুপার ক্রিটিক্যাল ও আল্ট্রাসুপার ক্রিটিক্যাল পাওয়ার, বকেয়া বিদ্যুৎ বিল, প্রিপেইড মিটার স্থাপন, বিদ্যুৎ পরিচালনায় বেসরকারি কোম্পানিসহ সেবাদানকারী সংস্থার কার্যক্রম মনিটরিং, সোলার প্যানেল স্থাপন, বায়োমাস থেকে বিদ্যুৎ উৎপাদন বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন ও আলোচনা করা হয়।

এছাড়া বৈঠকে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবল স্থাপনের ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ রির্পোট আকারে কমিটির কাছে দেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।   

বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রসমূহ থেকে বিদ্যুৎ ক্রয়ে অনুসৃত নীতিমালা সম্পর্কে আলোচনা হয় এবং বেসরকারি খাতের বিদ্যুৎ নীতিমালা হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সিস্টেম লসের বর্তমান অবস্থা ও সিস্টেম লস হ্রাস করতে করণীয় সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।

কমিটি গণপরিবহনে কোন জ্বালানি কী পরিমাণে ব্যবহার হচ্ছে তার প্রকৃত তথ্য-উপাত্ত জানার লক্ষ্যে জরিপ করার জন্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা নির্দেশ দিয়েছে।

বিদ্যুতায়িত হয়ে হাতি মারা যাওয়ার বিষয়টি তদন্ত করে পরবর্তী বৈঠকে রির্পোট দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পল্লী বিদ্যুতের ক্ষেত্রে সচেতনতামূলক প্রচারণা চলমান রাখার সুপারিশ করা হয়।  

বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব, অধীনস্থ সংস্থাসমূহের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংণাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।