ঢাকা: র্যাব কর্মকর্তা পরিচয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ৫ জন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণখান ও কুষ্টিয়ায় র্যাব-১ ও র্যাব-১২ এর যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, র্যাব কর্মকর্তা পরিচয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
পিএম/কেএআর