পাবনা (ঈশ্বরদী): পাবনায় মোটরসাইকেল চুরি মামলা নথিভুক্ত হওয়ার চার ঘণ্টার মধ্যেই হাসান মাহমুদ (১৯) নামে এক যুবককে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনার আটঘরিয়া উপজেলার সরাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আসামি পাবনার আটঘরিয়া থানার সরাবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পাবনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান বাংলানিউজকে জানান, বুধবার (০১ ডিসেম্বর) পাবনার টেবুনিয়া বাজার এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি হয়। গাড়ির মালিক খোঁজাখুঁজি করে না পেয়ে বৃহস্পতিবার পাবনা সদর থানায় একটি অভিযোগ দেন। এরপর পাবনা গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মামলা নথিভুক্ত হওয়ার ৪ ঘণ্টা পর পাবনার আটঘরিয়া থানাধীন সরাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ চোরকে গ্রেফতার করা হয়।
এদিকে, পাবনা গোয়েন্দা পুলিশের এমন তাৎক্ষণিক অভিযান দেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সন্তোষ প্রকাশ করে পাবনা জেলা পুলিশকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এনটি