ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় প্রতিবন্ধী দিবস

কেএসআরএমের হুইল চেয়ার পেলেন ১০ প্রতিবন্ধী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
কেএসআরএমের হুইল চেয়ার পেলেন ১০ প্রতিবন্ধী কেএসআরএমের হুইল চেয়ার পেলেন ১০ প্রতিবন্ধী।

জাতীয় প্রতিবন্ধী দিবসে কেএসআরএমের হুইল চেয়ার পেলেন ১০ প্রতিবন্ধী।

শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (সিআরডিডি)’ আয়োজিত অনুষ্ঠানে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে হুইল চেয়ার বিতরণ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনছুরুল আলম।  

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন টাঙ্গাইল পৌরসভা মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রফেসর ড. মোহাম্মদ আলী, কেএসআরএমের জিএম কর্নেল (অব.) আশফাকুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম, কেএসআরএমের এজিএম মো. নাজমুল করিম, টিএসও দেওয়ান সেলিম ও পারভেজ মামুন প্রমুখ। সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থার সভাপতি এইচ ইউসুফজাই তনু।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।